diff --git a/1.1.5.file.md b/1.1.5.file.md index 06a4290..ca0b349 100644 --- a/1.1.5.file.md +++ b/1.1.5.file.md @@ -18,9 +18,9 @@ me@howtocode-pc:~/Music/Bob Dylan$ file 01.\ Blowin\'\ In\ The\ Wind.ogg #### টেক্সট কি? #### -এখন আমাদের একটু জানা উচিৎ টেক্সট ফাইল কোনগুলোকে বলবো। কম্পিউটার বিভিন্নরকম তথ্য আমাদের সামনে বিভিন্নভাবে উপস্থাপন করে। এইসব তথ্য উপস্থাপনের ক্ষেত্রে দুটো বিষয় যুক্ত। ১) কি ধরনের তথ্য এবং ২) কিরকম সংখ্যায় তার প্রকাশ। ক“”ম্পিউটার শেষমেষ সংখ্যা ছাড়া আর কিছুই বোঝে না। +এখন আমাদের একটু জানা উচিৎ টেক্সট ফাইল কোনগুলোকে বলবো। কম্পিউটার বিভিন্নরকম তথ্য আমাদের সামনে বিভিন্নভাবে উপস্থাপন করে। এইসব তথ্য উপস্থাপনের ক্ষেত্রে দুটো বিষয় যুক্ত। ১) কি ধরনের তথ্য এবং ২) কিরকম সংখ্যায় তার প্রকাশ। কম্পিউটার শেষমেষ সংখ্যা ছাড়া আর কিছুই বোঝে না। -কোনো কোনো ক্ষেত্রে এই প্রকাশপদ্ধতি খুব জটিল যেমন কমপ্রেসড্ ভিডিও ফাইল, অন্যদিকে কিছু কিছু বেশ সহজ। একটা খুব প্রথমদিকের ও সহজ উপায় হল অ্যাসকি টেক্সট(ASCI - American Standard Code for Information Interchange)। এটা প্রথমে টেলিটাইপ মেশিনগুলোতে ব্যবহৃত হয়েছিল কীবোর্ডের ক্যারেক্টারগুলোর সংখ্যাতাত্ত্বিক অবস্থান দিতে। এটা খুবই সহজ পদ্ধতি এবং খুব কম জায়গা নেয়। একটি অক্ষরের জন্য এক বাইট জায়গা প্রয়োজন হয়। এক্ষেত্রে বলা ভালো, ওয়ার্ড প্রসেসর দিয়ে তৈরী ডকুমেন্ট কিন্তু টেক্সট ফাইল নয়। এতে অনেক ননক্যারেক্টার তথ্য থাকে ফরম্যাটিং এর জন্যে। +কোনো কোনো ক্ষেত্রে এই প্রকাশপদ্ধতি খুব জটিল যেমন কমপ্রেস্ড ভিডিও ফাইল, অন্যদিকে কিছু কিছু বেশ সহজ। একটা খুব প্রথমদিকের ও সহজ উপায় হল অ্যাসকি টেক্সট(ASCII - American Standard Code for Information Interchange)। এটা প্রথমে টেলিটাইপ মেশিনগুলোতে ব্যবহৃত হয়েছিল কীবোর্ডের ক্যারেক্টারগুলোর সংখ্যাতাত্ত্বিক অবস্থান দিতে। এটা খুবই সহজ পদ্ধতি এবং খুব কম জায়গা নেয়। একটি অক্ষরের জন্য এক বাইট জায়গা প্রয়োজন হয়। এক্ষেত্রে বলা ভালো, ওয়ার্ড প্রসেসর দিয়ে তৈরী ডকুমেন্ট কিন্তু টেক্সট ফাইল নয়। এতে অনেক ননক্যারেক্টার তথ্য থাকে ফরম্যাটিং এর জন্যে। #### less এর ব্যবহার #### diff --git a/1.1.6.link.md b/1.1.6.link.md index a68f34d..690047e 100644 --- a/1.1.6.link.md +++ b/1.1.6.link.md @@ -4,12 +4,12 @@ ### সিমবোলিক লিঙ্ক ### -আপনি হয়ত কখনোসখনো এমনব কোনোকিছু দেখে থাকবেন **ls -l** কমান্ডের আউটপুটে: +আপনি হয়ত কখনোসখনো এমন কোনোকিছু দেখে থাকবেন **ls -l** কমান্ডের আউটপুটে: ``` lrwxrwxrwx 1 root root 20 Jul 9 03:51 libxtables.so.10 -> libxtables.so.10.0.0 ``` -এর শুরুতে 'l' নির্দেশ করে যে এটি একটি সিমবোলিক লিঙ্ক। সিমবোলিক লিঙ্কের সুবিধা হল এটি একটি ফাইলে বিভিন্ননামে প্রকাশের সুযোগ দেয়। এরর প্রয়োজনীতা কি? আসুন একটু ভেবে দেখা যাক। লিনাক্স একটি ফ্রী(মুক্ত) সফ্টওয়্যার হওয়ায়, প্রোপাইটরি সফ্টওয়্যার প্রস্তুতকারকদের মত নিজেদের রিসোর্স আবদ্ধ রাখেনা। অধিকাংশ রিসোর্স বিশেষ করে লাইব্রেরি ফাইলগুলো একাধিক প্রোগ্রাম দ্বারা ব্যবহৃত হয়। মনে করেন, **libfoo** নামের একটা লাইব্রেরি ফাইল একটা প্রোগ্রাম ব্যবহার করে। কিন্তু এই libfoo হয়ত প্রতিনিয়ত আপডেট নেয়। এবং স্বাভাবিকভাবেই প্রত্যেক ভার্শনের নম্বর ফাইলটির সাথে যুক্ত হয়। এতে সমস্যাও সৃষ্টি হয় একটি। প্রত্যেকবার libfoo এর নতুন ভার্শন আসার সাথে সাথে আমাদের প্রত্যেকটা প্রোগ্রাম খুঁজে বের করতে হবে যারা এই লাইব্রেরি ব্যবহার করে আর তাদের এমনভাবে পরিবর্তন যেন তারা নতুন ভার্শনটিকে ব্যবহার করতে পারে। বাস্তবজীবনে যা খুবই পরিশ্রমসাধ্য। +এর শুরুতে 'l' নির্দেশ করে যে এটি একটি সিমবোলিক লিঙ্ক। সিমবোলিক লিঙ্কের সুবিধা হল এটি একটি ফাইলে বিভিন্ননামে প্রকাশের সুযোগ দেয়। এর প্রয়োজনীয়তা কি? আসুন একটু ভেবে দেখা যাক। লিনাক্স একটি ফ্রী(মুক্ত) সফ্টওয়্যার হওয়ায়, প্রোপাইটরি সফ্টওয়্যার প্রস্তুতকারকদের মত নিজেদের রিসোর্স আবদ্ধ রাখেনা। অধিকাংশ রিসোর্স বিশেষ করে লাইব্রেরি ফাইলগুলো একাধিক প্রোগ্রাম দ্বারা ব্যবহৃত হয়। মনে করেন, **libfoo** নামের একটা লাইব্রেরি ফাইল একটা প্রোগ্রাম ব্যবহার করে। কিন্তু এই libfoo হয়ত প্রতিনিয়ত আপডেট নেয়। এবং স্বাভাবিকভাবেই প্রত্যেক ভার্শনের নম্বর ফাইলটির সাথে যুক্ত হয়। এতে সমস্যাও সৃষ্টি হয় একটি। প্রত্যেকবার libfoo এর নতুন ভার্শন আসার সাথে সাথে আমাদের প্রত্যেকটা প্রোগ্রাম খুঁজে বের করতে হবে যারা এই লাইব্রেরি ব্যবহার করে আর তাদের এমনভাবে পরিবর্তন যেন তারা নতুন ভার্শনটিকে ব্যবহার করতে পারে। বাস্তবজীবনে যা খুবই পরিশ্রমসাধ্য। সিনবোলিক লিঙ্ক দিয়ে সহজেই এই সমস্যার সমাধান করা যায়। মনে করি আমরা **libfoo-2.6** ইন্সটল করেছি এবং একটাসিমবোলিক লিঙ্ক তৈরী করেছি শুধুমাত্র **libfoo** নামে। যে প্র‌োগ্রামাররা libfoo কে তাদের প্রোগ্রামে ব্যবহার করবে তারা ওই লিঙ্কটি ব্যবহার করবে। ফলে আমরা পরে libfoo-2.7 ইন্সটল করে যখন একই নামে অর্থাৎ **libfoo** তে লিঙ্ক করবো তাকে তার প্রোগ্রামে পরিবর্তন আনতে হবে না। @@ -17,4 +17,4 @@ lrwxrwxrwx 1 root root 20 Jul 9 03:51 libxtables.so.10 -> libxtables.so.10. ### হার্ড লিঙ্ক ### -হার্ড লিঙ্ক ইউনিক্স সিস্টেমের আসল লিঙ্কিং পদ্ধতি। প্রত্যেক ফাইলের অন্তত একটি হার্ড লিঙ্ক থাকে যা তাকে তার নামটি দেয়। এবং হার্ড লিঙ্ককে তার ফাইলের সাথে আলাদা করা যায় না। আপনি যদি একটি হার্ড লিঙ্ক ডিলিট করেন যদি সেই ফাইলটির আর কোনো হার্ড লিঙ্ক না থাকে তাহলে সেটি ডিলিট হয়ে যাবে। আর আরো হার্ড লিঙ্ক থাকলে যতক্ষণ না সবগুলো লিঙ্ক ডিলিট করছেন ফাইলটি ডিলিট হবে না। আগেই বলেছি, হার্ড লিঙ্কের দুটি সীমাবদ্ধতা আছে। এটি নিজের ফাইলসিস্টেম এর বাইরে, সহজ কথায় নিজের ড্রাইভের বাইরে লিঙ্ক করতে পারে না এবং ডিেরক্টরির হার্ড লিঙ্ক হয় না। \ No newline at end of file +হার্ড লিঙ্ক ইউনিক্স সিস্টেমের আসল লিঙ্কিং পদ্ধতি। প্রত্যেক ফাইলের অন্তত একটি হার্ড লিঙ্ক থাকে যা তাকে তার নামটি দেয়। এবং হার্ড লিঙ্ককে তার ফাইলের সাথে আলাদা করা যায় না। আপনি যদি একটি হার্ড লিঙ্ক ডিলিট করেন যদি সেই ফাইলটির আর কোনো হার্ড লিঙ্ক না থাকে তাহলে সেটি ডিলিট হয়ে যাবে। আর আরো হার্ড লিঙ্ক থাকলে যতক্ষণ না সবগুলো লিঙ্ক ডিলিট করছেন ফাইলটি ডিলিট হবে না। আগেই বলেছি, হার্ড লিঙ্কের দুটি সীমাবদ্ধতা আছে। এটি নিজের ফাইলসিস্টেম এর বাইরে, সহজ কথায় নিজের ড্রাইভের বাইরে লিঙ্ক করতে পারে না এবং ডিরেক্টরির হার্ড লিঙ্ক হয় না। diff --git a/README.md b/README.md index a05acbd..afd2772 100644 --- a/README.md +++ b/README.md @@ -16,7 +16,7 @@ ## শুরুর কথা \# -গ্রাফিলক্যাল কম্পিউটিং এর দুনিয়ায় কমান্ডলাইন শিখতে যাওয়া প্রাথমিকভাবে হাস্যকর মনে হতে পারে। এটা সত্যি আপনি কমান্ডলাইনে ফেসবুক ব্যবহার করতে পারবেন না। ভিডিও দেখতে পারবেন না এবং গ্রাফিক্স ডিজাইনও সম্ভব হবে না সহজে। +গ্রাফিক্যাল কম্পিউটিং এর দুনিয়ায় কমান্ডলাইন শিখতে যাওয়া প্রাথমিকভাবে হাস্যকর মনে হতে পারে। এটা সত্যি আপনি কমান্ডলাইনে ফেসবুক ব্যবহার করতে পারবেন না। ভিডিও দেখতে পারবেন না এবং গ্রাফিক্স ডিজাইনও সম্ভব হবে না সহজে। কিন্তু, লিনাক্স কমান্ডলাইন বা টার্মিনাল শেখাটা আপনার লিনাক্স ব্যবহারের অভিজ্ঞতার কিছু স্থায়ী পরিবর্তন আনবে। সম্ভবত প্রথমবার আপনি বুঝতে পারবেন পাওয়ার ইউজার হওয়ার আসল অর্থটি কি। @@ -26,7 +26,7 @@ এই কোর্সটি কম্প্লিট করতে আপনার একটি লিনাক্সভিত্তিক অপারেটিং সিস্টেম প্রয়োজন হবে। আমি এটা লেখা শুরুর সময়ে উবুন্টু জিনোম ১৪.০৪ ও পরবর্তীতে আর্চ লিনাক্স ব্যবহার করেছি। -\*\***কোনো কোনো ক্ষেত্রে আমি টার্মিনালেই সরাসরি বাঙলা ব্যবহার করেছি। এটা জরুরি কিছুই নয়। অনেক টার্মিনাল ইমুলেটরের বাঙলা ফন্ট রেন্ডারিং হতাশাজনক। তবে আপনি চাইলে konsole ও konsoleনির্ভর ড্রপডাউন টার্মিনাল ইমুলেটর ব্যবহার করতে পারেন।** +\*\***কোনো কোনো ক্ষেত্রে আমি টার্মিনালেই সরাসরি বাংলা ব্যবহার করেছি। এটা জরুরি কিছুই নয়। অনেক টার্মিনাল ইমুলেটরের বাংলা ফন্ট রেন্ডারিং হতাশাজনক। তবে আপনি চাইলে konsole ও konsole নির্ভর ড্রপডাউন টার্মিনাল ইমুলেটর ব্যবহার করতে পারেন।** ### কৃতজ্ঞতা \#\#